বন্ধুসভার উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা শুরু

বন্ধুসভার উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালাসংগৃহীত

যাঁরা উদ্যোক্তা হতে চান বা বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তা, তাঁদের জন্য শুরু হয়েছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে উদ্যোক্তা কর্মশালা। ৭ জুলাই প্রথম দিন কর্মশালার উদ্বোধন করেছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। রাত ৮টায় অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে এই কর্মশালা শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।

বন্ধুসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আনিসুল হক বলেন, ‘এ ধরনের কর্মশালা আমাদের বন্ধুসভা যে আয়োজন করছে, এটা দেশের জন্য তাদের উল্লেখযোগ্য সংযোজন। সর্বোপরি আমাদের জীবন ও জীবিকা নিয়ে সিরিয়াস হওয়া উচিত। সবার জীবন সুন্দর হয়ে উঠলে বাংলাদেশ সুন্দর হবে। এই কর্মশালা সেই দীক্ষা দেবে বলে আশা করি।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সহসভাপতি মাহবুব পারভেজ। সভাপতি জাফর সাদিক বলেন, ‘কর্মশালাটা আজকেই কেবল শুরু হলো। কর্মশালায় যাঁরা প্রশিক্ষণ দেবেন, তাঁরা সবাই নিজেরা উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে থাকেন। যাঁরা উদ্যোক্তা হতে চান, তাঁদের জন্য এটা একটা বিশাল সুযোগ।’

প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন যান্ত্রিকের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল ফারুক। তিনি ‘সমস্যা সমাধানেই ব্যবসা’ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারীরা নিবন্ধনের মাধ্যমে কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন

প্রথম ধাপে এই কর্মশালা চলবে ১৮ জুলাই পর্যন্ত। অনলাইনে প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলবে এটি।

প্রশিক্ষক হিসেবে আরও থাকছেন সি লিংক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও আইপিডিসির সাবেক এমডি মমিনুল ইসলাম, ডিজিটাল অ্যাক্সপ্রেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আপন আহসান, পার্টেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সারোয়ার, শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুব পারভেজ, মেটার কমিউনিটি লিডার ও উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বাপকা বেটার প্রতিষ্ঠাতা ও এটিইসি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর শুভাশিস ভৌমিক, বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ফিনটেক অ্যানালিস্ট রুবাইয়াত সাইমুম চৌধুরী এবং ডটলাইন সোশ্যাল এন্টারপ্রাইজের হেড অব প্রোগ্রাম অ্যান্ড পার্টনারশিপ ফারহানা আক্তার।