উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা
যাঁরা উদ্যোক্তা হতে চান বা বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তা, তাঁদের জন্য ১০ দিনব্যাপী উদ্যোক্তা কর্মশালার আয়োজন করছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ৭ জুলাই থেকে কর্মশালা শুরু হয়ে চলবে ১৮ জুলাই পর্যন্ত। অনলাইনে প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলবে কর্মশালা। কর্মশালাটি শুধুমাত্র সারাদেশের বন্ধুসভার বন্ধুদের জন্য সংরক্ষিত। নিবন্ধন লিংক: https://cutt.ly/UeophW9y
অংশগ্রহণকারীর যোগ্যতা:
• শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন উচ্চমাধ্যমিক পাস;
• বয়স: ১৮-৫০ বছর;
• অযোগ্যতা: কোনো প্রকার আইনবিরোধী কর্মকলাপে সংযুক্তি।
• রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৮ জুন
কর্মশালা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণ করার জন্য ৩০০ টাকা ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আসন সংখ্যা ৮০। রেজিস্ট্রেশন ফর্মের তথ্য এবং প্রশ্নের উত্তর যাচাই করে ৮০ জনকে মনোনীত করা হবে। যাঁরা মনোনীত হবেন না, তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে।
প্রথম ধাপে দেশের বিশিষ্ট উদ্যোক্তা এবং করপোরেট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে অনলাইনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণের বিষয়গুলো হলো সমস্যা সমাধানেই ব্যবসা, ব্যবসায়িক প্রচার ও প্রচারণা (বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট), ব্যবসায়িক ধারণা ও কর্মপরিকল্পনা (আইডিয়া জেনারেশন অ্যান্ড প্রজেক্ট সিলেকশন), ব্যবসায়িক মডেল, টাকা পাব কোথায়?, ব্যবসা উপস্থাপন (তহবিল সংগ্রহ), সামাজিক মাধ্যমে ব্যক্তিচিহ্ন (পার্সোনাল ব্র্যান্ডিং), ব্যবসার মূল্যায়ন (বিজনেস ভ্যালুয়েশন), মূল্য অভিযোজন (ভ্যালু ওরিয়েন্টেশন) এবং উদ্যোক্তায়ন (এন্ট্রাপ্রেনিউরশিপ)।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাঁদের বিদ্যমান ব্যবসা বা ব্যবসা আইডিয়ার একটি ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ ৫ মিনিট দৈর্ঘ্যের) উপস্থাপন নির্দিষ্ট লিংকে জমা দেবেন। সেখান থেকে বিচারক প্যানেলের মাধ্যমে সেরা ১০ আইডিয়া/ বিজনেসকে নির্বাচন করা হবে।
সেরা ১০ নির্বাচনের ক্ষেত্রে নিচের বিষয়গুলোর ওপর প্রাধান্য দেওয়া হবে:
• অভিনবত্ব ও সামাজিক প্রয়োজন
• দীর্ঘমেয়াদি সম্ভাব্যতা (সাসটেইনেবিলিটি)
• মুনাফার সম্ভাব্যতা (প্রফিটিবিলিটি)
• প্রচার–প্রচারণা কৌশল
• কর্মসংস্থানের সুযোগ (এমপ্লয়েবিলিটি)
দ্বিতীয় ধাপে নির্বাচিত সেরা ১০ জনকে ঢাকায় এনে সশরীর দিনব্যাপী কর্মশালা করানো হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সামনে তাঁদের বিদ্যমান ব্যবসা বা ব্যবসা আইডিয়া উপস্থাপনের ব্যবস্থা করা হবে। সেখান থেকে সেরা তিন আইডিয়া বা ব্যবসাকে পুরস্কৃত করা হবে।
প্রশিক্ষক এবং বিচারক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশিষ্ট করপোরেট নেতারা। বিস্তারিত জানতে ভিজিট করুন বন্ধুসভার ফেসবুক পেজে অথবা প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯৫৫৫৫২০৮৮ নম্বরে।
সহসভাপতি, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ