বানভাসিদের জন্য চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার অর্থসহায়তা
কিছুদিন আগে দেশের পূর্বাঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এ সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে গত ২২ আগস্ট থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও বন্যাদুর্গত মানুষের জন্য অর্থসহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে দুটি বিদ্যালয় থেকে তোলা ও বন্ধুদের দেওয়া চাঁদা ৩৫ হাজার ২৯০ টাকা জমা দেওয়া হয় প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে।
সভাপতি আরাফাত মিলেনিয়াম জানান, যেকোনো দুর্যোগে বন্ধুসভার বন্ধুরা ভয়ভীতি না করেই সাহায্য করতে এগিয়ে আসেন। এবারও বানভাসি মানুষকে ত্রাণ দিতে এগিয়ে এসেছেন বন্ধুরা। বন্ধুরা দিয়েছেন ১২ হাজার ২১০ টাকা। এ ছাড়া বন্ধুরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে বন্যাদুর্গত মানুষের সহায়তায় শিক্ষক-শিক্ষার্থীরা ১০ হাজার টাকা দেয়। অন্যদিকে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা দিয়েছে ১৩ হাজার ৮০ টাকা। সব মিলিয়ে ৩৫ হাজার ২৯০ টাকা প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা