'পাললিক'-এর মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব

প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের প্রথম প্রকাশনা পাললিক-এর মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের নারায়ণগঞ্জ বন্ধুসভা কার্যালয়ে মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব হয়।

‘পাললিক’-এর মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব
‘পাললিক’-এর মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব


অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি পাললিক-এর মোড়ক উন্মোচন করেন। নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আফরিন সুলতানা, প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী, সাবেক সভাপতি রাসেল আদিত্য, সাব্বির আল ফাহাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

‘পাললিক’-এর মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব
‘পাললিক’-এর মোড়ক উন্মোচন ও বর্ষবরণ উৎসব


মোড়ক উন্মোচন শেষে রফিউর রাব্বি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে প্রথম দিকে যখন শোভাযাত্রা করি তখন তেমন সাজসজ্জার বালাই ছিল না। সাজসজ্জার বিষয়গুলো যুক্ত হয়েছে আশির দশকের পর। আজকে লক্ষ্য করলাম, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বৈশাখের অনুষ্ঠান বাধ্যতামূলক করেছে। এটি আমাদের সংস্কৃতির একটি বিশাল পরিবর্তন।’

তিনি আরও বলেন, ‘সাহিত্যসভা নিয়মিত হলে যারা লিখতে চায় তারা উপকৃত হবে। লেখালেখির বিষয়টা জানতে হবে। এর একটি বৃত্ত রয়েছে সেই বৃত্তের ভেতরে ঢুকতে হবে। বন্ধুসভা এটা করবে বলে আশা করি।’

বন্ধুসভার সাধারণ সম্পাদক আরপন আহমেদের সঞ্চালনায় নারায়ণগঞ্জ বন্ধুসভার সহসভাপতি আরাফাত বাপ্পি, সাংগঠনিক সম্পাদক জহির আলম, নারীবিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, প্রচার সম্পাদক আফসানা আক্তার, পাঠচক্র সম্পাদক হাসানুজ্জামান, মানবসম্পদবিষয়ক সম্পাদক শামীমা রীতা, যোগাযোগবিষয়ক সম্পাদক সিফাত তানজুম, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক নয়ন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হানিফ হোসেন, অর্থ সম্পাদক মনিকা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আক্তার, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক নুসরাত জাহানসহ বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মোড়ক উন্মোচন শেষে বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা