সুয্যি মামা

সুয্যি মামা রাগ কোরো না
আর থেকো না ঘুমে
তুমি জাগলে সবাই হাসে
শীতের মৌসুমে।

তুমি যদি লুকিয়ে থাকো
মেঘের ওপর বসে
শীতটা তখন ধেয়ে এসে
কনকনিয়ে হাসে

তুমি যদি না জাগো আর
কেমনে বাঁচি প্রাণে
বজ্জাত শীতটা হানা দেবে
সকল জীবের জানে।