সংগীতের তিন গুণীজনকে নিয়ে ভৈরবসভার আলোচনা

ভৈরব বন্ধুসভা সংগীতের তিন গুণীজনের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করে । আলোচনা সভায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবীর জীবনী নিয়ে আলোচনা করা হয়। আসর বসে গত মঙ্গলবার বিকেলে প্রথম আলো ভৈরব কার্যালয়ে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে এক মিনিট নীরবে দাঁড়িয়ে প্রয়াত সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভৈরব বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা সূচনা বক্তব্য দেন। উপস্থিত সবাই তিন গুণীজনের নানা দিক দিয়ে আলোচনা করেন। আলোচনা চলে প্রায় দুই ঘণ্টা।

আলোচনা শেষে কুইজ পর্ব পরিচালনা করা হয়। সঠিক উত্তর দিয়ে পাঁচ বন্ধু কুইজ বিজয়ী হন। তাঁরা জিতে নেন সৃজনশীল প্রকাশনা কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
মূল পর্ব শেষে ভৈরব বন্ধুসভার ‘মোয়াজ্জেম স্মৃতি পাঠাগার’-এ ২৫টি বই উপহার দেন সুমন মোল্লা। বাড়িতে পড়ার জন্য ওই দিন ১৮ বন্ধু পাঠাগার থেকে একটি করে বই নেন।
পাঠচক্র সম্পাদ, ভৈরব বন্ধুসভা
‘মোয়াজ্জেম স্মৃতি পাঠাগার’-এ ২৫টি বই উপহার দেন সুমন মোল্লা