শরৎসুন্দরী মহারানী বসন্তকুমারী দেবীর সন্ধানে

দেবী দর্শন বলতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস কিংবা চলচিত্রের কথা মনে হতে পারে । এর বাইরেও অনেক দেবী আছে । তারই সন্ধানে কুষ্টিয়া বন্ধুসভার এবারের গন্তব্য রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। সকাল ৮টা।

কুষ্টিয়া বন্ধুসভার আনন্দ ভ্রমণ
কুষ্টিয়া বন্ধুসভার আনন্দ ভ্রমণ


কুষ্টিয়া প্রথম আলো অফিস থেকে আমাদের যাত্রা শুরু হলো রাজধানী এক্সপ্রেস বাসে। লালন শাহ সেতু পার হওয়ার আগে হালকা নাশতা সেরে আবার বাস চলতে শুরু করল। ১১টার দিকে পৌঁছালাম। আমাদের গন্তব্যস্থল পুঠিয়া রাজবাড়ী। ভবনের দৃষ্টিনন্দন কারুকাজগুলো সবাইকে মুগ্ধ করে। দুপুরের পর গেলাম রাজশাহী শাহি জিয়া পার্কে। পার্কেই হলো দুপুরের খাওয়া। কিছুক্ষণ ঘোরাঘুরি, বন্ধুরা ইচ্ছামতো কেউ ছবি তুলল, কেউবা সেলফি।

কুষ্টিয়া বন্ধুসভার আনন্দ ভ্রমণ
কুষ্টিয়া বন্ধুসভার আনন্দ ভ্রমণ


তারপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী হন শিপলু, সাব্বির, রুম্পা, মেহেদী, ফাহমিদা আফরোজ, রুমা, পিয়াস, আশিক, নাজমুল ও রজিবুল ইসলাম।

কুষ্টিয়া বন্ধুসভার আনন্দ ভ্রমণ
কুষ্টিয়া বন্ধুসভার আনন্দ ভ্রমণ


অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি মাহের মো. নাঈম। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান। দেবী সন্ধ্যান, গান, নাচ, সেলফি তোলা, ঘোরাঘুরি সব হলো শেষ। এবার ফেরার পালা। ফেরার পথে স্বল্প বিরতিতে একঝলক রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বর ঢুঁ দিয়ে এলাম।