শঙ্কিত না, সচেতন হই

ভাইরাসটি যেভাবে ছড়ায়
• যেহেতু এটি বায়ুবাহিত ভাইরাস, তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে একজন থেকে আরেকজনে ছড়ায়।
• আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস ব্যবহার করলে ছড়ায়।
• অপরিষ্কার হাতে নাক, চোখ, মুখ স্পর্শ করলে মিউকাস মেম্ব্রেনের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করতে পারে।
• আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, কফ, থুতুর মাধ্যমে বাতাসে ছড়ায়, যেখান থেকে প্রশ্বাস গ্রহণ করলে ভাইরাসটি সুস্থ ব্যক্তির শ্বাসতন্ত্রে প্রবেশ করে।

লক্ষণসমূহ
• ভাইরাসটি শরীরে প্রবেশের পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে ২-১৪ দিন সময় লাগে।
• বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর।
• এ ছাড়া শুকনো কাশি/গলাব্যথা হতে পারে।
• ক্রমে শ্বাসকষ্ট/নিউমোনিয়া দেখা দিতে পারে।
• অন্যান্য অসুস্থতা যেমন ডায়বেটিস/উচ্চ রক্তচাপ/শ্বাসকষ্ট /হৃদরোগ/কিডনিজনিত রোগ/ক্যানসার ইত্যাদি থাকলে অন্যান্য প্রত্যঙ্গ বিকল হতে পারে।

প্রতিকার
• এখনো এর কোনো ভ্যাকসিন/টিকা আবিষ্কৃত হয়নি।
• চিকিৎসা লক্ষণভিত্তিক।

প্রতিরোধে করণীয়
ব্যক্তিগত সচেতনতা
•ঘন ঘন সাবান ও পানি দিয়ে অন্ততপক্ষে ২০ সেকেন্ড যাবৎ হাত ধোবেন।
• অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না।
• ইতিমধ্যে সর্দিকাশির লক্ষণ দেখা দিয়েছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
• হাঁচি, কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। 
• কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি-কাশির সময় কনুই/টিস্যু/রুমাল দিয়ে নাক–মুখ ঢেকে রাখুন)।
• রাস্তায় যেখানে–সেখানে কফ-থুতু ফেলবেন না।
• গণপরিবহন/ভিড়ে গেলে মাস্ক ব্যবহার করুন।
• হ্যান্ডশেক বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন।
• কাঁচা ফলমূল যথাসম্ভব পরিষ্কার করে খাবেন।
• মাছ-মাংস ভালো করে রান্না করে খাবেন।
• অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে মাস্ক (কাপড়ের মাস্ক ব্যতীত) ব্যবহার করুন। সুস্থ ব্যক্তির থেকেও অসুস্থ ব্যক্তির মাস্ক ব্যবহার অত্যাবশ্যক।
• জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ থেকে বিরত থাকুন।

সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়
• অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন।
• মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন।
• রোগীকে মাস্ক ব্যবহার করতে বলুন।
• রোগীর নাম, বয়স, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করুন।
• আইইডিসিআর–এর করোনা কন্ট্রোল রুম(০১৭০০৭০৫৭৩৭) অথবা হটলাইন নম্বর(০১৯৩৭১১০০১১,০১৯৩৭০০০০১১) এ যোগাযোগ করুন।

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।