রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন

রাজবাড়ীতে ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে নুসরাত হত্যাসহ ধর্ষণ ও নারী, শিশু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘জাগো নারী, জাগো বহ্নিশিখা, নারী নির্যাতন রুখে দাঁড়াও’ স্লোগান সামনে রেখে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।

রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন
রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন


কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি লাইলী নাহার, জেলা  ক্ষেতমুজুর সমিতির সভাপতি আবুল কালাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সহসভাপতি ডা. পূর্ণিমা দত্ত, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি সহকারী অধ্যাপক সৌমেন দাস ভরত, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম বাবু, বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, মাঝবাড়ি জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক সুজয় কুমার পাল, বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাত্তিক চন্দ্র দাস, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারহান শাহরিয়ার প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ।

রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন
রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন


বক্তারা বলেন, আর কোনো মায়ের বুক খালি না হয়। দেশে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিনিয়ত বেড়ে চলছে। আমরা চাই, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।