রবীন্দ্রনাথ নামের ছেলেটি

রবীন্দ্রনাথ ঠাকুর

বৈশাখ মাসের পঁচিশ তারিখ
জন্ম ছেলেটির
এই ছেলেটি বাংলা ভাষার
কলম হাতে বীর।
গল্প ছড়া গান কবিতায়
ছেলেটি হয় পাকা
লিখনি তাঁর খুব ধারালো
ছিল জাদুমাখা।
এই ছেলেটির গীতাঞ্জলি
ভুবন করে জয়
সারা বিশ্বে তুলে ধরে
বাংলার পরিচয়।
এই ছেলেটি জয় করে নেয়
নোবেল পুরস্কার
বাংলা ভাষার কবিগুরু
বাংলার অহংকার।
জানতে কি চাও কাব্য লিখায়
কার সে পাকা হাত?
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির
সে রবীন্দ্রনাথ।