মাদকমুক্ত থাকার আহ্বান

‘এসো মাদকমুক্ত থাকি’ এই আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ২০ নভেম্বর বেলা ১১টায় উপজলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসান সরওয়ারদী সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জনা বসাক, শিক্ষক ও রায়গঞ্জ প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি সেলিম রেজা খোন্দকার, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।