বিজয় কথন

মহান বিজয় দিবস ২০১৮ উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ‘বিজয় কথন’ শিরোনামে বিজয়ের গল্প বলা অনুষ্ঠানের আয়োজন করে।

বিজয়ের গল্পের এক বিকেল অনুষ্ঠানে বন্ধুরা
বিজয়ের গল্পের এক বিকেল অনুষ্ঠানে বন্ধুরা


১১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে বন্ধুসভা চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের শেষে এই ডিসেম্বর মাসে প্রিয় দেশের বুকে বিজয় এসেছিল। মহান বিজয়ের পেছনে রয়েছে লাখো কোটি গল্প। তার কোনোটা বেদনার, কোনোটা আনন্দের, আবার কোনোটা বাকরুদ্ধ হওয়ার। এই সব অগণিত গল্প থেকে বন্ধুদের মুখে উঠে আসে কিছু গল্প। নিজ পরিবারের মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযোদ্ধাদের মুখে শোনা গল্প, বইয়ে পড়া মুক্তিযুদ্ধের প্রিয় গল্পসহ নিজের লেখা গল্প বলেন বন্ধুরা। এ ছাড়া ছিল প্রিয় গল্প থেকে পাঠ।

গল্প বলা বন্ধুরা হলেন- খালিদ হাসান, আবিদ, রাতুল, হৃদয়, মেহেদী হাসান, আজিম উদ্দিন, মহুয়া মিতু, মাজহারুল ইসলাম, ফারজানা সুলতানা, শাহরিয়ার কবির, সজল, মোশাররফ হোসেনসহ অনেকে। অনেক বন্ধুর রয়েছে নিজ পরিবারের কারও মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা। সেসব গল্প সবাইকে বিশেষভাবে ছুঁয়ে যায়।

বিজয়ের মাসে এমন একটা আয়োজন সবার মাঝে দারুণ ভালোলাগার তৈরি করে। প্রতিবছর এমন আয়োজনের সিদ্ধান্ত নেন বন্ধুরা। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, রক্তে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে। বন্ধুরা শপথ গ্রহণ করেন প্রিয় বাংলাদেশকে ভালো রাখার।

সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা