বনভোজন ও সাংস্কৃতিক আয়োজন

এক ঝাঁক উচ্ছল প্রাণ পাখির মতো উড়তে চায় তারা, নতুন কিছু পাওয়ার আশায় ছুটেছিল তারা। প্রথম আলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ৫ মে শুক্রবার বনভোজনের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ৩৫০ জন নবীন শিক্ষার্থী, বন্ধুসভার সদস্য ও শিক্ষকরা অংশ নেন এ আয়োজনে।
এ উপলক্ষে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। বন্ধুদের পরিবেশনার মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠে সবাই। বাঙালি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীরাও এ বনভোজনে অংশ নেন। গুলশান নামের সোমালিয়ান এক বন্ধু তার অনুভূতি প্রকাশ করতে বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো, পিকনিক অনেক ভালো’। এভাবেই আধো ভাঙ্গা বাংলায় অনুভুতি জানাচ্ছিল । এমনকি নেপলীয় বন্ধুরাও অংশ নিয়েছিল এ সাংস্কৃতিক অনুষ্ঠানে। সর্বোপরি নবীন-প্রবীণ বন্ধুদের মধ্যে সুসম্পর্ক গঠনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে বন্ধুসভার বনভোজন টি সম্পন্ন হয়।