ফেসবুক নিরাপত্তা

ফেসবুক নিরাপত্তা। শাকিব হাসান
ফেসবুক নিরাপত্তা। শাকিব হাসান


ফেসবুক অ্যাকাউন্ট অনেকটা গুরুত্বপূর্ণ। তাই এই যোগাযোগমাধ্যমের জন্য প্রয়োজন বিশেষ নিরাপত্তার। নিরাপত্তাহীন ফেসবুক অ্যাকাউন্ট সহজেই হ্যাক অথবা নষ্ট হতে পারে। এ রকম গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তাহলে সহজে ফিরিয়ে আনা আথবা রিকভার কষ্টকর হয়ে যায়। ফেসবুকের নিয়ম মেনে সেটি রিকভার করতে হয়।

ফেসবুকের কিছু নিরাপত্তার নিয়ম দেওয়া হলো:
১. প্রথমেই বলি পাসওয়ার্ড নিয়ে, পাসওয়ার্ড কখনো নিজের নাম, নিজের ফোন নাম্বর, ৮ ডিজিটের কোনো সংখ্যা দেওয়া ঠিক নয়। সে ক্ষেত্র আপনি #BangladesH*1996। যার মধ্যে নাম্বর কি, সিম্বল, ক্যাপিটাললেটার ও স্মল লেটার থাকবে। এ ধরনের
শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে।
২. Login Approvals ব্যবহার করতে পারেন। এটি তিন রকম হয়ে থাকে মেসেজ, কী ও সফটওয়্যার ব্যবহৃত। এটি অন থাকলে পাসওয়ার্ড জানতে পারলেও লগইন করার কোনো সুযোগ নেই। কারণ লগইন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কনফার্মেশন কোড পাঠানো হবে ফেসবুক থেকে। যতক্ষণ না কোড সাবমিট করেছেন, ততক্ষণ লগইন হবে না।

৩.টেক্সট মেসেজ নাটিফিকেশন অ্যাকটিভ করুন। ফেসবুক সব ব্যবহারকারীকে বিনা মূল্যে টেক্সট মেসেজ নোটিফিকেশন সুবিধা দিয়ে থাকে। যখন কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টে লগইন হবে, তখন টেক্সট মেজেস নোটিফিকেশন আপনার কাছে যাবে। আপনি সহজেই বুঝতে পারবেন আপনি অথবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগইন করেছে কি না। তখন আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
৪. তৃতীয় ব্যক্তির দ্বারা পরিচালিত কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন।
অনেক কাজেই আমরা ফেসবুকের মাধ্যমে অন্য কোনো অ্যাকাউন্ট ও অ্যাপ্লিকেশনে লগইন করে থাকি। সেটি কতটুকু নিরাপদ, আমাদের আগেই সেটি দেখে এরপর লগইন করতে হবে। তা না হলে হ্যাকার আপনার সব তথ্য সহজেই হাতিয়ে নেবে। এই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে সেগুলো ফেসবুকেরর সেটিং অ্যাপস থেকে রিমুভ করে নিতে হবে। তাহলে আর তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা থাকবে না।
৫. বর্তমানে ফেসবুকে (Trusted Friends Password Recovery) ট্রাস্টেড ফ্রেন্ড চালু করেছে। পাসওয়ার্ড রিকাভারির ক্ষেত্রে ফোন নম্বরের কনফার্মেশনে পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন। আপনি যদি সেটি চালু করে রাখুন তাহলে রিকভার কোড শুধু আপনার বাছাইকৃত ফেসবুকের ৩ জন বন্ধুর কাছেই যাবে। তাই আপনি ট্রাস্টেড ফ্রেন্ড সেটিং চালু রাখুন।
কখনো মেসেঞ্জারে শেয়ার করা স্পাম লিংকে ক্লিক করে নিজের ফেসবুক ই–মেইল পাসওয়ার্ড শেয়ার করবেন না।

উপরে উল্লিখিত বিষয়গুলো খেয়াল রাখলে আপনার ফেসবুক সুরক্ষিত থাকবে।