প্রথম আলো বন্ধুসভার 'জাতীয় বন্ধু সমাবেশ ২০২০' চলছে

গাজীপুরের কালিয়াকৈর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে প্রথম আলো বন্ধুসভার দুই দিনব্যাপী জাতীয় বন্ধু সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বন্ধু সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূল মঞ্চে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশ শুরু হয়।
প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আনিসুল হক বলেন, ‘বন্ধুসভা বাংলাদেশকে আলোকিত করতে যাত্রা শুরু করেছিল। বন্ধুসভার বন্ধুরা বই পড়ে, সংস্কৃতি চর্চা করে, মাদকবিরোধী আন্দোলন করে, দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়ায়।’

বন্ধুদের উদ্দেশে আনিসুল হক বলেন, ভালো বই পড়তে হবে। ভালো গান শুনতে হবে। ভালো নাটক দেখতে হবে। তিনি বন্ধুসভার সদস্যদের মাদককে না বলিয়ে শপথ পাঠ করান।
উদ্বোধনের পর ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান গত দুই বছরে বন্ধুসভার কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর জাতীয় পরিচালনা পর্ষদ ২০২০-২১ ঘোষণা করেন আনিসুল হক।
বন্ধুসভার নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোমিত আল রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামরুন্নাহার মৌসুমি। এর সঙ্গে ৭ সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়। এ কমিটি আগামী দুই বছর বন্ধুসভার দায়িত্ব পালন করবে।
জাতীয় কমিটির নতুন সাধারণ সম্পাদক কামরুন্নাহার বলেন, ‘এটি অনেক বড় দায়িত্ব। আগের কমিটি ভালো কাজ করেছে। নতুন কমিটি আরও ভালো নতুন কাজ উপহার দেওয়ার চেষ্টা করবে। এ জন্য আগের কমিটির এবং উপদেষ্টা পরিষদের সবার সহযোগিতা কামনা করেন।’

সভাপতি মোমিত আল রশীদ বলেন, ‘সব বন্ধুকে নিয়ে আলোকিত মানুষ হতে চাই। ভালো মানুষ হতে চাই। এ লক্ষ্যে আগামী দুই বছর নতুন কমিটি কাজ করবে।’
‘আমার মুক্তি আলোয় আলোয়’ এ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে দেশের ১২৫টি বন্ধুসভার প্রায় ২ হাজার বন্ধু অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিচালনা পর্ষদের সদ্য বিদায়ী সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা আলোকিত হব। বাংলাদেশকে আলোকিত করব। ২০২০ মুজিব বর্ষ। তাঁর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাব।’

উদ্বোধন পর্ব শেষে বন্ধু সমাবেশে প্রশ্নোত্তরসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা চলছে।
বন্ধু সমাবেশে সহযোগিতা করছে সিটি ব্যাংক, মানুষের জন্য ফাউন্ডেশন, এনভয় গ্রুপ, এক্সিম ব্যাংক ও লংকা বাংলা। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নাগরিক টেলিভিশন।