নির্ভীক সাংবাদিকতা অব্যাহত থাক

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান

দেশ এগিয়ে যাচ্ছে, প্রথম আলোও এগিয়ে যাচ্ছে। দায়িত্বশীলতার জায়গা থেকে প্রথম আলো অনন্য। বাংলাদেশে অনেক অর্জনের মধ্যে প্রথম আলোও একটি বড় অর্জন। যে সৎ ও নির্ভীক সাংবাদিকতা করে যাচ্ছে, তা অব্যাহত থাক। প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার বিকেলে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে আয়োজিত আনন্দ আয়োজনের অংশ নিয়ে পাঠক, শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা এ কথা বলেন। ‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট বন্ধুসভার সভাপতি রিজিয়া পারভীন।

শিক্ষার্থীদের নেইল কাটার এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ প্রদান করে
শিক্ষার্থীদের নেইল কাটার এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ প্রদান করে


বন্ধুসভার আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সূচনা বক্তব্য দেন প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি সরদার ইনজামামুল হক। শপথবাক্য পাঠ করান শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাড. মিলন ব্যানার্জি, অ্যাড. সীতা রানী দেবনাথ, বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শেখ মুজিবুর রহমান, খান জাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক গণসংগীতশিল্পী কালীদাস, পঞ্চমী দাস, সৈকত হোসেন ও মিঠু সরকার।

শিক্ষার্থীদের নেইল কাটার এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ প্রদান করে বন্ধুরা
শিক্ষার্থীদের নেইল কাটার এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ প্রদান করে বন্ধুরা


এর আগে প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশ হিসেবে বন্ধুসভা ৩ নভেম্বর শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা করে। গত শনিবার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঠী গোমতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক কর্মশালায় শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করার পাশাপাশি বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নেইল কাটার এবং হাত ধোয়ার জন্য পাসওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাগেরহাট বন্ধুসভার বন্ধুরা শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উপকারিতা, রোগজীবাণু থেকে সুরক্ষিত থাকার জন্য করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কাঠী গোমতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খানম। তিনি শিশুদের পরিষ্কার–পরিচ্ছন্ন থাকার বিষয়ে উৎসাহ প্রদান করে বলেন, ‘বন্ধুসভার ভাইয়ারা তোমাদের জন্য একটা দারুণ উপহার এনেছে।’
অনুষ্ঠানে বাগেরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ হাসিবুর রহমান, সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সহসভাপতি তানিম আহম্মেদ, সারমিন সুলতানা, সৌরভ হালদার, মারশাফিসহ বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।