নিরাপদ সড়কের দাবিতে পঞ্চগড়সভার মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি সকালে ‘নিরাপদ সড়ক আমার অধিকার’ স্লোগান সামনে রেখে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেছে পঞ্চগড় বন্ধুসভা।

পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে পঞ্চগড় বন্ধুসভা
পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে পঞ্চগড় বন্ধুসভা


এ সময় পঞ্চগড় বন্ধুসভার সভাপতি রায়হান শরিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওয়াকিউর রহমান বক্তব্য দেন। মানববন্ধনে পঞ্চগড় বন্ধুসভার অন্য সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় জেলায় গত তিন দিনে পরপর তিনটি সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্রসহ তিনজন নিহত হওয়ার ঘটনা পঞ্চগড়বাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই না আর কোনো তাজা প্রাণ সড়কে ঝরে যাক।

পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে পঞ্চগড় বন্ধুসভা
পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে পঞ্চগড় বন্ধুসভা


বক্তারা বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধ করতে চালকদের ওভারটেকিং এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে পথচারী ও সাধারণ যাত্রীরা ট্রাফিক আইন মেনে চললে এবং চালক ও যাত্রীরা সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে বলে আমরা মনে করি।’