ঢাকা ইমপিরিয়াল কলেজে বিজয় দিবস উদ্যাপিত

অলোচনা সভায় অতিথিরা।
অলোচনা সভায় অতিথিরা।


গতকাল ঢাকা ইমপিরিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টারি মুক্তির গান, রণাঙ্গনের মুক্তিযোদ্ধার কথা শোনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল এস আই এম নূরুন্নবী খান বীরবিক্রম (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ।

বিজয়ের অনুষ্ঠানে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা
বিজয়ের অনুষ্ঠানে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের কালের গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে সঠিক ইতিহাস জানতে হবে। যে চেতনা নিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছিলাম, তোমরা সেই চেতনা ধারণ করবে।’ অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শোষণ ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানান। এজন্য তিনি শিক্ষার্থীদের বেশি বেশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের বই পড়ারও আহ্বান জানান।

বিজয়ের অনুষ্ঠানে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা
বিজয়ের অনুষ্ঠানে ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ১০০টি দুর্লভ চিত্র স্থান পায়। দিনব্যাপী অনুষ্ঠানের সবশেষে ছিল কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।