ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আইটিবিষয়ক কর্মশালা

কর্মশালয় কথা বলছেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সভাপতি জেরিন আফরিন নিশাত।
কর্মশালয় কথা বলছেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সভাপতি জেরিন আফরিন নিশাত।


বিশ্ববিদ্যালয় জীবন শুরুর সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মাথায় চলে আসে কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে স্লাইড বানাতে হয়, গুগল সাইট কীভাবে তৈরি করে বিষয়গুলো।
আর এসব সমস্যার সমাধান দিতে নতুন শিক্ষার্থীদের জন্য ১১ ফেব্রুয়ারি ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা আয়োজন করে ‘Learn Practice and Apply’ নামে একটি কর্মশালার।
কর্মশালায় অংশ নেন ২২০ জন শিক্ষার্থী।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।


কীভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে হয়, সে বিষয়ে আলোচনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আজিজ। প্রেজেন্টেশন কীভাবে দিতে হবে, সেই বিষয়ে কথা বলেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার মারুফ ইসলাম। গুগল সাইট কীভাবে তৈরি করে এবং গুগলের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার সাবেক আইটিবিষয়ক সম্পাদক মারকাজুল হাসনাইন আলিফ।
সবশেষে আয়োজিত হয় একটি কুইজ প্রতিযোগিতার। যেখানে সঠিক উত্তরদাতাদের পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া কর্মশালা শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভার আহ্বায়ক রুম্মান মাহমুদ, সভাপতি জেরিন আফরিন নিশাত , সহসভাপতি মৌ, সাধারণ সম্পাদক শিমুল, অনিক, তিতাস, আল আমিন, হৃত্তিক, আশা, মারুফা, মুমিন, পলাশ, শরিফ, অয়ন প্রমুখ।