ঘুরে এলাম জাতিসংঘ সম্মেলন কেন্দ্র

আমাদের বন্ধু শ্রাবণী। পুরো নাম ফারহানা আফরোজ। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বন্ধুসভা করতেন। এখনো যুক্ত আছেন বন্ধুসভার সঙ্গে। তিনি টিম সো​র্সিং কোম্পানীতে বস্ত্র প্রকৌশলী হিসাবে কর্মরত। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ফিউচার লিডার কংগ্রেস ২০১৮’ সম্মেলনে। কীভাবে তিনি উড়ে গেলেন ব্যাংককে সে কথা শুনব তাঁর মুখে....                                                                                                            

Farhana Afroz Srabani (left) with foreign friends
Farhana Afroz Srabani (left) with foreign friends

গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর –তিন দিন অনুষ্ঠিত হয় ‘ফিউচার লিডার কংগ্রেস ২০১৮’ সম্মেলন। এটি ছিল মূলত বিশ্বের যুব পেশাজী​বীদের নিয়ে ​সম্মেলন। যাঁরা মূলত বিশ্বের নানা প্রান্তে নেতৃত্ব দিয়ে থাকেন। এটি অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংকক শহরে। সম্মেলনে অংশ নেন ৪২৮ জন তরুণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তরুণেরা তাঁদের দেশের প্রতিনিধিত্ব করেন। তুলে ধরেন তাঁদের দেশের সাংস্কৃতি। নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে হয়। নির্বাচিত হলে অংশ গ্রহণের সুযোগ মেলে। বিভিন্ন দেশ থেকে আগত তরুণের সমন্বয়ে গঠিত এ সম্মেলনে এসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের সঙ্গে মে​শার সুযোগ হয়েছে তাঁর। শ্রাবণী বলেন, ‘শিখেছি সুশৃঙ্খলভাবে কীভাবে এগিয়ে যাওয়া যায়। কীভাবে নিজেদের চিন্তাচেতনা দিয়ে বৈশ্বিক উন্নয়ন করা সম্ভব।’

সম্মেলনের মূল বিষয় ছিল মানুষের নেতিবাচক মনোভাব দূর করা। রাগ, ক্ষোভ, অভিমান থেকে বেরিয়ে এসে মানুষের মাঝে শান্তি আনা। অনেক সময় আমরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করি। সাফল্য অর্জন করতে না পারলে মন খারাপ করি। অনেক সময় হিংসাত্বক মনোভাব প্রকাশ করি। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে। হিংসা নয়, বরং যিনি সফল হয়েছেন, তাঁর সাফল্য থেকে ভালো কিছু গ্রহণ করতে হবে। আমাদের যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এরকম সম্মেলনে অংশ খুব জরুরি।