জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ও বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিষয়: করোনাকালে চারপাশ

নিয়মাবলী
☞ চিত্র হতে হবে মৌলিক ও বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মৌলিক না হলে তা সেক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে।
☞ চিত্রের মাপ: ২৪" ×২৪"। মাধ্যম হতে হবে কাগজ/ক্যানভাস।
☞ যেকোনো রং/পেন্সিল/বলপেন/সাইনপেন দিয়ে চিত্র আঁকা যাবে।
☞ চিত্র মেইল করে পাঠাতে হবে এই ঠিকানায়: [email protected]
☞ চিত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ আগস্ট, রবিবার, ২০২০
☞ মেইলের বডিতে অংশগ্রহণকারীর পূর্ণ নাম, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট বন্ধুসভা বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জেলা ও সাথে চিত্রের একটি ক্যাপশন যা সর্বোচ্চ ১৫-২৫ শব্দের মধ্যে হবে তা মেইল আইডি সংযুক্ত করে ছবি অ্যাটাচমেন্ট করে পাঠাবেন।
☞ চিত্র স্ক্যান করে বা ছবি তুলে অ্যাটাচ করতে হবে। ফাইল সাইজ হতে হবে ন্যূনতম ৩০০dpi ও সর্বোচ্চ ২৫ মেগাবাইটের মধ্যে। গুগল ড্রাইভে করে চিত্র পাঠানো যাবে না।
☞ একজন প্রতিযোগী মাত্র একটি চিত্র পাঠাতে পারবেন।
☞ বিজয়ী চিত্রের সকল স্বত্ব জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ও প্রথম আলো বন্ধুসভার হবে।
☞ প্রয়োজনে বিজয়ীর ছবি ডাকযোগে পাঠাতে হবে।

*এই উদ্যোগটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় তৈরী ও উদ্যোগটির সকল তথ্য/বিষয়াদির দায়ভার ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের। এখানে প্রকাশিত মতামতের সাথে ইউএসএআইডি বা যুক্তরাষ্ট্র সরকারের মতামতের মিল নাও থাকতে পারে।