গ্রীষ্মেতে

গ্রীষ্মেতে ভাই মশার জ্বালা
গ্রীষ্মেতে ভাই গরম
আলোর কাছে পোকা ওড়ে
ভেঙে সকল শরম!

গ্রীষ্মেতে ভাই ফলের মেলা
গ্রীষ্মেতে ভাই ফল-ই
কাঁঠাল, লিচু খেয়ে শেষে
আমের কথা বলি।

গ্রীষ্মেতে ভাই রোদের হাসি
গ্রীষ্মেতে ভাই আলো
প্রখর রোদে বাতাস ছাড়া
লাগে না আর ভালো।

গ্রীষ্মেতে ভাই হঠাৎ বৃষ্টি
নেই যে কোনো কারণ
ফল কুড়াতে ছোটে খোকা
না শুনে মায়ের বারণ।

লোকপ্রশাসন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।