গোয়ালন্দ বন্ধুসভার শহীদ দিবস উদ্যাপন

গোয়ালন্দ বন্ধুসভার শহীদ দিবস উদ্‌যাপন।
গোয়ালন্দ বন্ধুসভার শহীদ দিবস উদ্‌যাপন।


আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্‌যাপন করেছে গোয়ালন্দ বন্ধুসভা। বন্ধুরা গোয়ালন্দ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
এ সময় ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ ছাড়া ওই দিন বিকেলে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক, আবদুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক ফকীর মো. নুরুজ্জামান, বন্ধুসভার সভাপতি মোহাম্মদ বাবর আলী, সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক জীবন চক্রবর্তী, সহসাংগঠনিক সম্পাদক শফিক মণ্ডল, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক নিলয় রানা, শরিফুল ইসলাম, মো. সবুজ, মো. রাজা বিশ্বাস প্রমুখ।

প্রচার সম্পাদক, গোয়ালন্দ বন্ধুসভা।