করোনার দিনে ভুল করো না

হাতে হাত ধরে লড়েছি অনেক,
শুধু আজকে এ হাত ধরো না,
দূরে দূরে থেকে প্রাচীর গড়ে 
আটকে দেব এই করোনা।

আর কটা দিন ধৈর্য ধরে, শক্ত রেখে মনোবল,
ঘরে বসে থেকেই লড়াই, নিয়ন্ত্রিত চলাচল,
বিশ্ব গোটা কাঁদছে যখন মৃত্যু ভয়ে ছলছল,
ঢেউ লেগেছে এ বাংলায়, এক কাতারে দলাদল,
কোভিড উনিশ উড়ছে বাতাসে,
তুমি এ হাওয়ায় উড়ো না,
জ্বলছে বাতাস মরণ তাপে,
বন্ধু এ তাপে পুড়ো না।

প্রবাস থেকে যেনতেন করে, বুকে ব্যথা নিয়ে একরাশ,
জানো কি পোড়া ফুসফুসে, নেই কি আছে ভাইরাস,
নিয়ম মেনে হয় না ক্ষতি, শুধু রেখো এই বিশ্বাস,
আশাই ছড়াক, মরণ বীজ নয় তোমার দামি নিঃশ্বাস,
দশ জনে মিলে দেশটা গড়েছি,
তুমি দেশের চেয়ে বড় না,
সময়ের সাথে সংগ্রামে আছি,
ইগোর সাথে নিয়ে লড়ো না।

নিজের চোখে না যেন দেখো পিতা-মাতার কঙ্কাল,
বাকিটা জীবন না যেন ভেবো নিজেকে এক জঞ্জাল,
কেন পারব না হারাতে অসুখ
আমরা পাথর জড় না,
সব ভুলে গিয়ে কালকের ভুল,
নতুন কোনো ভুল করো না।