এক শুভেচ্ছা

লাল পাড়ের সাদা শাড়িতে মোড়ানো বাঙালি বধূর অশ্রুকাজলে সিক্ত,
একঝাঁক আনন্দে ঝুড়িভর্তি এক আগমনী বার্তা এসেছিল,
কোনো এক বর্ষবরণে এই ধরণীকে স্বাগত জানাতে।
আজ পয়লা বৈশাখ ১৪২৬
শুভ জন্মদিন তোমায়, শুভ জন্মদিন তোমার বাংলাকে।
সাহেবিয়ানা নিয়ম ফেলে তোমার স্বাগতম হোক,
বাঙালি মায়ের হাতের পায়েসের মিষ্টিমুখের মিষ্টতায়।
উপহার বাক্সভর্তি থাকুক,
সেন্টমার্টিন দ্বীপে চাঁদনী রাতে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে যাওয়ার নিমন্ত্রণপত্র।
ইট-কাঠের খাঁচা ছেড়ে নরম সবুজ ঘাসের সেই মাঠে সেই দলের ছোটাছুটি খেলায়।
টমটম গাড়িতে চেপে, রংবেরঙের বেলুন সাজিয়ে,
লাল-নীল-সবুজের চরকি ঘুরিয়ে আনন্দ শোভাযাত্রায়,
সুর তুলে বলতে থাকুক, শুভ জন্মদিন তোমায়।
নারকেল বরফের শীতলতায় সতেজ থাকুক তোমার এই বিশেষ দিনটি,
শিস দিয়ে যাক বারবার, কোকিলের কুহু কুহু ডাকে শুভ জন্মদিন তোমায়।