আমায় জাগায় যে গান

 খুব সকালে বন্ধুসভা কক্ষে উপস্থিত হলেন হাসান মাহমুদ। পাবনা থেকে রাতের বাসে রওনা দিয়েছেন তিনি। বলছি পাবনা বন্ধুসভার বন্ধু হাসান মাহমুদ ডির কথা। বন্ধুসভার ফেসবুক পেজে সংগীতসন্ধ্যা অনুষ্ঠানের পোস্ট দেখে ঢাকায় হাজির হন তিনি। এদিকে ২০ মিনিটের যাত্রাবিরতিকে ২০ ঘণ্টা মনে হচ্ছে মহিবুল আরিফের কাছে। তিনিও বাসে রওনা দিয়েছেন চট্টগ্রাম থেকে। এত তাড়াহুড়োর কারণ জিজ্ঞেস করতেই একটা হাসি দিলেন তিনি। কারণ হিসেবে জানালেন, অনুষ্ঠান যেন মিস না হয়।

গান পরিবেশন করছেন প্রিয়াংকা বিশ্বাস। ছবি: হাসান মাহমুদ ডি
গান পরিবেশন করছেন প্রিয়াংকা বিশ্বাস। ছবি: হাসান মাহমুদ ডি


২৫ মে বৃহস্পতিবার। বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুম কানায় কানায় পূর্ণ। বিকেল ৫টা ৬ মিনিটে জাতীয় পর্ষদের আয়োজনে শুরু হয় ‘আমায় জাগায় যে গান’ শীর্ষক সংগীতসন্ধ্যা। ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ গান গেয়ে শুরু করেন ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভার বন্ধু কর্নিয়া। একই বন্ধুসভার মেহেদী হাসান শোনান ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ গানটি। ‘নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে’ গান গেয়ে শোনান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বন্ধু অংকন দে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু আবু রাশেদ শোনান ‘তোমার বাড়ির রঙের মেলায়’ গানটি।লালন সাজে মঞ্চে ওঠেন সাগর বাউল। তিনি পরিবেশন করেন বেশ কয়েকটি লালন সংগীত। তাঁর সঙ্গে কণ্ঠ মেলান দর্শক সারির বন্ধুরা। মঞ্চে ওঠেন ঢাকা মহানগর বন্ধুসভার সৈকত রায়। এরপর একে একে মঞ্চে ওঠেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার চার বন্ধু। সিদ্দিকুর রহমান, জিয়াদুল ইসলাম, আহমেদ সাফি ও মুনতাসিমুর রহমান। গানের ফাঁকে ফাঁকে চলে দর্শক বন্ধুদের অনুভূতি প্রকাশ।

গত ২৫ মে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় শুধু গান নিয়ে অনুষ্ঠান ‘আমায় জাগায় যে গান’।  অনুষ্ঠানে ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। গান পরিবেশন করছেন সাগর বাউল। ছবি তুলেছেন: হাসান মাহমুদ ডি
গত ২৫ মে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় শুধু গান নিয়ে অনুষ্ঠান ‘আমায় জাগায় যে গান’। অনুষ্ঠানে ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। গান পরিবেশন করছেন সাগর বাউল। ছবি তুলেছেন: হাসান মাহমুদ ডি

বগুড়া বন্ধুসভার হিজবুন নাহার দ্যুতি গান গেয়ে শোনান দুটি। এরপর জাতীয় পর্ষদের ফারহান কবির শোনান ‘তুমি এসেছিলে পরশু’ গানটি। চট্টগ্রাম থেকে ছুটে আসা মহিবুল আরিফ শোনান ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ ও ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। পাবনা বন্ধুসভার হাসান মাহমুদ গেয়ে শোনান ‘এমন যদি হতো’ ও ‘বকুল ফুল বকুল ফুল’। সব শেষে দর্শকদের মাতাতে মঞ্চে ওঠেন জাতীয় পর্ষদের প্রিয়াংকা বিশ্বাস। তিনি পরিবেশন করেন ‘এক নজর না দেখলে’, ‘প্রিয় যাই যাই বলো না’ ও ‘বাড়ির মানুষ কয় আমায় তাবিজ’ গানগুলো। 
নির্ধারিত সময় শেষে অনুষ্ঠানের উপস্থাপক দন্ত্যস রওশন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।