অসহায় মানুষের পাশে

২৪ জুলাই ২০১৭। ভালোবাসা নিয়ে ছুটে চলেছে নওগাঁ বন্ধুসভা'র বন্ধুরা। বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বানভাসি পানিবন্দী অসহায় মানুষের পাশে। নওগাঁ থেকে ৩০০ পরিবারের জন্য ত্রাণ নিয়ে সকাল ৯টায় রওনা দেয় বন্ধুরা। দুপুর ১২টায় কুতুবপুর বাঁধে পৌঁছালে দেখা যায় অসহায় মানুষের ঢল। বাঁধের উপর টিনের চালা আর পাটকাঠির বেড়া দিয়ে গরু, ছাগল এবং মানুষের একই সঙ্গে বসবাস করছে। কি দুর্বিষহ জীবন যাপন!

ত্রাণ নেওয়ার জন্য বানভাসি মানুষের ভীড়
ত্রাণ নেওয়ার জন্য বানভাসি মানুষের ভীড়


সারিয়াকান্দি, চন্দনবাইশাঁ পুলিশ ফাঁড়ির ওসি এবং চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ত্রাণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার সভাপতি তসলিমা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আরাফাত অভি, অর্থ সম্পাদক তাইফ হাসান তপু, বন্ধু সাজ্জাদ ও পারুল।