'চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে'

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম ২০ জুলাই ‘চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে’ শিরোনামে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠান আয়োজন করে। ওই আয়োজনে হুমায়ূন আহমেদের পাঠকপ্রিয় বিভিন্ন কবিতা আবৃত্তি করেন সঞ্জয় বিশ্বাস, পল্লবী খাস্তগীর ও বেনজির বিনতে শওকত।

হুমায়ূন আহমেদ পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর জনপ্রিয় গান পরিবেশন করেন বন্ধুরা। চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা ‘একটা ছিল সোনার কন্যা’ গানটি পরিবেশন করেন। এ ছাড়া রুম্পি চৌধুরীর কণ্ঠে ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’ ও স্বস্তিকা দাশের কণ্ঠে ‘আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা’ গান পরিবেশিত হয়।

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম ২০ জুলাই ‘চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে’ শিরোনামে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠান আয়োজন করে। ছবি: সংগৃহীত।
বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম ২০ জুলাই ‘চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে’ শিরোনামে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠান আয়োজন করে। ছবি: সংগৃহীত।

প্রয়াত কথাসাহিত্যিকের সাহিত্যকর্ম ও জীবনের অর্জনগুলো নিয়ে স্মৃতিচারণা ও কথামালায় অংশ নেন শিহাব জিসান, জয়শ্রী দাশ, মিনহাজ হোসেন, আলমগীর রুমি, শান্তা, ইব্রাহীম তানভীর, জয়নাল আবেদিন ও রাব্বানী রবি প্রমুখ।

চট্টগ্রাম বন্ধুসভার এই অনলাইন আয়োজন সঞ্চালনায় ছিলেন রাফা ইসলাম ও মো. নুরুজ্জামান খান।

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]