হেমন্তকাল আসে

প্রতীকী ছবি
সংগৃহীত

হেমন্তকাল আসে যেন
গাঁদা ফুলের বাসে,
ধানের খেতে ফড়িং নাচে
হাসে দূর্বাঘাসে।

শিশির পড়ে আকাশ হতে
হেসে ফোঁটায় ফোঁটায়,
শিউলি, ছাতিম সাতসকালে
শিশির মাখে বোঁটায়।

মনফড়িংটা নেচে ওঠে
পায়েস, পিঠার গন্ধে,
বাড়ি বাড়ি গানের আসর
থাকি মহানন্দে।

হলদে ভেজা সরিষাখেত
বধূর মতো হাসে,
তিলা ঘুঘুর ডাকে যেন
হেমন্তকাল আসে।