হৃদয়-রেশমার ‘ওরে আমার শ্যামকালিয়ারে’

হৃদয় সৈকত ও নুশরাত রেশমা
ছবি: সংগৃহীত

পুরোনো গান, পুরোনো সুর আমাদের আন্দোলিত করে বারংবার। কিন্তু নতুন গান, নতুন সুর নির্মাণ না হলে যুগের প্রবাহ সংগীতে ধরা পড়বে কীভাবে? অনেক নতুন গান নির্মাণ হচ্ছেও। কিন্তু কালজয়ী গান সৃষ্টি করার কাজটি দুরূহ বটে। সে ক্ষেত্রে আশাজাগানিয়া কথা হলো, সম্প্রতি উর্বশী ফোরামের ব্যানারে উর্বশী গানের সিঁড়ি প্রকল্পের সব মৌলিক গানের কথা, সুর, মিউজিক দর্শকদের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে।

গানের রেকর্ডিংয়ে হৃদয় সৈকত ও নুশরাত রেশমা
ছবি: সংগৃহীত

চলতি বছরের ১২ মে উর্বশী গানের সিঁড়ির প্রথম গান ‘চাঁদনী রাইতে নিরজনে’ প্রকাশ হয়। এই গানে যৌথভাবে কণ্ঠ দেন ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন। গানটি ব্যাপকভাবে দর্শকমনে সাড়া জাগায়। এরপর একে একে প্রকাশ হয় কণ্ঠশিল্পী লায়লা, সালমা, বিন্দুকণা, তাসমিম জামান ও নিজামউদ্দিন জাহিনের গাওয়া গান। প্রতিটি গানই দর্শকমহলে সাড়া ফেলেছে।

উর্বশী গানের সিঁড়ির নিয়মিত মৌলিক গান প্রকাশের ধারাবাহিকতায় গত ১১ জুন বিকেল ৫টায় প্রকাশ হয় আরও একটি গান। গানের শিরোনাম, ‘ওরে আমার শ্যামকালিয়ারে’। জহিরুল ইসলাম বাদলের লেখায় গানটি সুর করেছেন সোহাগ। সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী হৃদয় সৈকত ও নুশরাত রেশমা। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছয় লক্ষাধিক দর্শক গানটি উপভোগ করেছেন।

হৃদয় সৈকত
ছবি: সংগৃহীত

গান প্রসঙ্গে শিল্পী হৃদয় সৈকত বলেন, ‘উর্বশী গানের সিঁড়ি মৌলিক গানকে সর্বোচ্চ শুদ্ধতায় দর্শকমনে জায়গা দিতে চায়। সাংস্কৃতিক অঙ্গনে উর্বশী গানের সিঁড়ির মৌলিক গানের আসর বিপ্লব ঘটাবে। আমি যে গানটিতে কণ্ঠ দিয়েছি, এটি আমার মৌলিক গান। মৌলিক গান করতে পারা সব শিল্পীর জন্যই আশীর্বাদ।’

নুশরাত রেশমা বলেন, ‘এ সময়ের বেশ কিছু গুণী সংগীতশিল্পী যে প্ল্যাটফর্মে বসে গানে কণ্ঠ দিয়েছেন, আমার একটি মৌলিক গান সেখান থেকে প্রকাশ করা হয়েছে। ভাবতেই ভালো লাগে। আশা করি অদূর ভবিষ্যতে আরও অনেক ভালো গানে কণ্ঠ দিতে পারব।’

নুশরাত রেশমা
ছবি: সংগৃহীত

ইউটিউবে সায়মা জান্নাত নামের একজন দর্শক লিখেছেন, ‘নতুন এই জুটির গানের সুর, কথা সবকিছু মিলেই এক অন্য রকম মুগ্ধতা ছেয়ে যাচ্ছে মনে। ভালোবাসায় যে আকুতি, প্রিয় মানুষকে দেখার যে তীব্র ইচ্ছা, সবটুকু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’
উর্বশী সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়ক মো. হারুনুর রশীদ বলেন, ‘আমরা পুরোনো গান করছি না। নতুন মৌলিক গান নির্মাণ করছি। নতুন শিল্পীদেরও জায়গা দিতে চাই। আমরা মূলত বাংলা গানের সম্ভাবনা ও বাংলার শিল্পীদের সম্ভাবনা নিয়ে কাজ করছি।’

হৃদয় সৈকত ও নুশরাত রেশমা
ছবি: সংগৃহীত

এ ছাড়া এই প্রকল্পে একক ও দ্বৈত গানে আরও অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী প্রিয়াংকা বিশ্বাস, অংকন ইয়াসমিন, কামরুজ্জামান রাব্বি, প্লাবন কোরেশী, গামছা পলাশ, নুশিন আদিবা, সুস্মিতা দে, এ এইচ তূর্য, অপু আমান প্রমুখ। গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রুপ। মিডিয়া পার্টনার রেডিও ৭১।
উল্লেখ্য, হৃদয় ও রেশমা সংগীতচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। হৃদয় সৈকত প্রথম আলো বন্ধুসভা ঢাকা মহানগর কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক ও নুশরাত রেশমা সৈয়দপুর বন্ধুসভার অনুষ্ঠানবিষয়ক সম্পাদক।