স্বপ্নের পদ্মা সেতু

পদ্মা সেতুছবি: সৈয়দ জাকির হোসেন

সহস্র স্বপ্ন, ত্যাগ ও তিতিক্ষার সোনালি ফসল
বিরামহীন পরিশ্রমের বিন্দু বিন্দু সঞ্চিত ঘাম
ধরণির বুকে মাথা তুলে রয় অবাক বিস্ময়ে
আমার সোনার দেশের সমৃদ্ধির এক সোপান।

অবিশ্বাসের হিমালয়সম বাধাবিপত্তি ডিঙিয়ে
আত্মবিশ্বাসে সর্বোচ্চ শিখরে দাঁড়ানোর সাহসিকতা

পাছে লোকে বহু কথা বলে, পিছু হটে নিন্দুকের দল
তখনো অবিশ্বাসের ধারাটা ওদের তুঙ্গে, পারবে তো?
কল্পনার খোলস ছেড়েছে সব জল্পনার ইতি টেনে
বিশ্বে মহাবিস্ময়ে মাথা তুলেছে স্বপ্নের পদ্মা সেতু।