স্বপ্নরাঙা দেশ

মাথার ওপর রঙিন আকাশ, নিচে মায়াবী প্রকৃতি। এ যেন এক অপরূপ চিত্র।

নীলচে আকাশজুড়ে হাসে
তেজোদীপ্ত রবি,
রাতের বেলা দারুণ লাগে
দেখে চাঁদের ছবি।

সকাল হলে শিশিরকণা
ঝিলিক মারে ঘাসে,
পাখপাখালির মধুর সুরে
প্রাণ জুড়িয়ে আসে।

নদী-নালা খালে-বিলে
মৎস্য করে খেলা,
বর্ষাকালে বানের জলে
ভাসায় কিশোর ভেলা।

বিচিত্র সব প্রাণীর মেলা
বাংলাদেশের বুকে,
ফুলে ফুলে সজ্জিত দেশ
স্বপ্ন আঁকে সুখে।