স্বপ্ন আঁকি তোমায় ঘিরে

প্রতীকী ছবি।
অলংকরণ: তুলি

যেদিন থেকে রংতুলি আর রঙের নিলাম কাজ
সেদিন থেকে স্বপ্ন আঁকি করতে কারুকাজ।
হাতের টানে রঙিন ছবি মনের টানে প্রেম
বাঁধাই করে রাখি তাতে দিয়ে মায়ার ফ্রেম।
মেঘ কালোতে আঁকি আমি লম্বা বেণির চুল
মন হরষে দিই গুঁজে দিই একটি জবা ফুল।

হাতের বালা চিকন কালো কপোল জুড়ে তিল
নানান রকম ভাবনা ভেবে রঙের করি মিল।
রংধনুর ওই সাতটি রঙে সাজাতে যে চাই
অন্য ছবি আঁকতে গেলে ভাসে তোমার টাই।
স্বপ্ন আঁকি তোমায় ঘিরে রঙিন তার ক্যানভাস
শত তুলির পরশ দিয়ে আঁকছি বারো মাস।