সুমিত পালের কণ্ঠে আনিসুল হকের ‘ঝর্ণা রানী ও বাংলাদেশের মা’

সুমিত পাল
ছবি: সংগৃহীত

২০১৬ সালে ঈদ উৎসবের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ঝর্ণা রানী। তাঁর মৃত্যু অসাম্প্রদায়িক বাংলাদেশের এক ‘জলন্ত’ উদাহরণ। শোলাকিয়ায় জঙ্গি হামলার সময় নিজ শয়নকক্ষে গুলিবিদ্ধ ও নিহত ঝর্ণা রানী ভৌমিকের উদ্দেশে কথাসাহিত্যিক আনিসুল হক রচনা করেন কবিতা ‘ঝর্ণা রানী ও বাংলাদেশের মা’।

কবিতাটি ২০১৬ সালের ৩ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত হয়। এবার সেই কবিতাটি আবৃত্তি করলেন প্রথম আলো বন্ধুসভা ঢাকা মহানগরের বন্ধু সুমিত পাল। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিভাগের পরিবেশনায় কবিতাটি রেকর্ড করা হয়েছে। কবিতাটি প্রকাশিত হয়েছে প্রথম আলো বন্ধুসভার ফেসবুক পেজে।

সুমিত পাল প্রথম আলো বন্ধুসভার অনুষ্ঠানগুলোতে নিয়মিত আবৃত্তি পরিবেশন করেন। তিনি ঢাকা মহানগর বন্ধুসভার সাহিত্যবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া আবৃত্তিশিল্পী সুমিত পাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আবৃত্তিবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।