সাহিত্য পাতা: কাজী আলিম-উজ-জামান

প্রতীকী ছবি
অলংকরণ : আরাফাত

পাঠকেরা এই পাতাটি আর ফেরত পাবে না

ছাপার অক্ষরের স্বাদ পেয়ে গেছে আত্মসাৎকারী চক্র

শব্দ-বাক্যের দখলস্বত্বের মোড়ানো কাগজ ওদের হাতে,

রোজ রোজ অভিন্ন রেসিপিতে ঝলসানো মাংস!

প্রয়োজনে তাই ওরা বারবার ছিনতাই করবে।

নতুন কেনা ছুরি দিয়ে রক্তাক্ত করবে পাঠককে,

তারপর ওরা অট্টহাস্য করবে ভার্চ্যুয়াল আড্ডায়!

একদিক থেকে ভালোই হলো,

ওই সব কুলীন ছিনতাইকারীকে নিয়ে সম্ভবত

পাঠকশ্রেণির আর ভাববার সময় নেই

সবাই যে পেয়ে গেছে নিজ নিজ সাহিত্য পাতার সন্ধান।