সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঢাবি বন্ধুসভার মৌন মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঢাবি বন্ধুসভার মৌন মানববন্ধন
ছবি: সংগৃহীত

সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলার প্রতিবাদে মৌন মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৮ অক্টোবর সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ, ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাইফুল্লাহ সাদেক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক সাফিন উজ জামান।

এ ছাড়া মানববন্ধনে অংশ নেন ঢাবি বন্ধুসভার সহসভাপতি তাসনীম তামান্না, যোগাযোগ সম্পাদক গাজী ইমরান, ক্রীড়া সম্পাদক খোরশেদ, অনুষ্ঠান সম্পাদক সানভিয়া হক, বন্ধু মাহবুব ইমন, ফারদিন, আলমগীর বাদশাসহ অনেকে।

মানববন্ধন থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ নেন বন্ধুসভার বন্ধুরা।