সাদা মেঘ সাদা মেঘ
কোথায় তোমার আপন নিবাস?
রোদের ছোঁয়ায় তোমার রূপে
ঝলমল আকাশ।
কোন দেশ হতে আসো তুমি
যাও উড়ে কোন দেশে
সাদা পরির মতো তুমি
ভেসে বেড়াও দূর আকাশে।
আমায় যদি বন্ধু বানাও
যাব তোমার সাথে
উড়ব তোমার সাদা ভেলায়
সকাল দুপুর জ্যোৎস্নারাতে।
শরৎকালে তোমার রূপে
মায়া ছড়ায় চোখে
নীল আকাশে সকালবেলা
তোমার চলা দেখে।
নদীর পাড়ে কাশফুল
সে কি তোমার সখী?
ইচ্ছে করে ঘুড়ির সুতায়
তোমায় বেঁধে রাখি।