সবুজ পথের আল ধরে হায় চলো দুজন হাঁটি
সাক্ষী থাকুক হেমন্তকাল, সাক্ষী ধূম্র-পাহাড় মাটি।
আলতো করে আমায় ছুঁয়ে চোখে রাখো চোখ।
সাক্ষী থাকুক হেমন্তের এই নব-ফসল সুখ।
যাক ছুঁয়ে যাক হৃদয়জুড়ে হেমন্তের ওই দোলা
শিউলি ঝরা পথটা থাকুক তোমার তরে খোলা।
হরিৎক্ষেত্র ঠিক যেমনি-যায় হলুদাভ হয়ে।
এমন দুঃখ তুমি দিলে যাব সবই সয়ে।
শেষ রাত্তিরের চুইয়ে পড়া ঘাসের ডগার শিশির
মাখব না হয় গাত্রে আহা! রাত্রি জেগে তিমির।
সাক্ষী থাকুক হেমন্ত আর প্রকৃতিটার সব
অগ্রহায়ণ-কার্তিক কিংবা উৎসব যত্তসব।