সময় এখন প্রতিরোধের

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

হায়েনার নখরাঘাতে রক্তাক্ত দেশ
এদের হিংস্রতায় মায়া নেই দয়া নেই,
স্বদেশের হৃৎপিণ্ডে শত শত ক্ষতের দাগ।

কুমিল্লা চাঁদপুর রংপুর নোয়াখালী...
উৎসবে বুনো উচ্ছৃঙ্খলতা, ধ্বংসলীলা
পচা মাংসের গন্ধ, ভাতপোড়ার গন্ধ
ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে শিউলি, বকুল
ঝকঝকে নীল আকাশ।

রক্তচক্ষুর ভয়ে নিশ্চলতা এক হাতের
বুনো উদ্যমের তাপ অন্য হাতের
মেহেদির রঙে কয়লার ছোপ
ভস্মের মধ্যে থালাবাটি, গয়নাগাটি, ধ্বংসাবশেষ
পোড়া অক্ষরের গন্ধ, ঝলসানো প্যারাসিটামলের ঝাঁজ
স্বদেশের চোখে গড়িয়ে পড়ছে নোনা অশ্রু।

সময় এখন প্রতিবাদের নয়, প্রতিরোধের
সময় এখন শান্তিপ্রিয়দের বিবেক জাগ্রত করার
প্রেমিকার ঠোঁটের স্পর্শের পরিবর্তে হোক স্লোগান
পদ্মা-মেঘনার ঢেউয়ের মতো সৃষ্টি হোক প্রতিরোধী জনঢেউ।