সবুজের বুকে লাল

প্রতীকী ফাইল ছবি
সংগৃহীত

বিশ্ব ম্যাপে ছোট্ট এ দেশ
করে নিয়েছে ঠাঁই
এক নদী রক্ত ঝরিয়ে
হারিয়েছি কত ভাই।

কত মায়ের সোনার ছেলে
স্বপ্ন নিয়ে চোখে
জীবনবাজি রেখে তারা
শত্রু দিল রুখে।

লাল–সবুজের এই পতাকা
পেয়েছি ডিসেম্বরে
শহীদ ছেলের জন্য মায়ের
অশ্রু আজও ঝরে।

এ মাসেতেই পাক সেনারা
ভয়ে পিছু হটে
সবুজের বুকে লাল বৃত্ত
স্বপ্ন হয়ে ফোটে।