সবুজায়ন দরকার

পঞ্চগড় বন্ধুসভার বৃক্ষ বিতরণছবি: বন্ধুসভা

দিনে দিনে প্রতিদিনে দূষণগুলো বাড়ছে
শব্দদূষণ, বায়ুদূষণ, পানিদূষণ চলছে
ওজোনস্তর ফুটো হয়ে তাপমাত্রাটা বাড়ছে
উত্তর মেরু, দক্ষিণ মেরুর বরফগুলো গলছে।

নগরায়ন,বিশ্বায়নে গাছগুলো ভাই কাটছি
আঘাতের পর আঘাত হেনে নিজের ফায়দা লুটছি

প্রকৃতি তাই যাচ্ছে খেপে আঘাত হানে বার বার
নিত্যনতুন অসুখ–বিসুখ, ঋতুচক্র ছারখার।
আগামীর দিন বাঁচতে হলে সবুজায়ন দরকার
গাছরোপণে, দূষণ রোধে দিবো অগ্রাধিকার।