সবার মাথার তাজ

প্রতীকী ছবি
সংগৃহীত

শিক্ষক হলেন জ্ঞানের আলো
সবার মাথার তাজ
জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া
তাদের প্রধান কাজ।

কলুষমুক্ত করতে ধরা
রাখেন অবদান
তাদের ছোঁয়ায় অজ্ঞতা সব
হয় যে অবসান।

তারাই পারেন করতে সবার
আলোকিত মন
অকাতরে যান সয়ে সব
কষ্ট, জ্বালাতন।

ভালোবাসে সবাই তাদের
ভিন্ন হলেও জাত
দূরে গেলেও সুযোগ পেলে
যায় করে সাক্ষাৎ।

শিক্ষক হলেন শ্রেষ্ঠ সবার
বিশাল তাদের মন
শিক্ষক হলেন পিতার মতোই
সবচে আপনজন।