সখা তুমি বিনে

প্রতীকী ছবি
হাসান মাহমুদ

রৌদ্রছায়ার মনমাতানো লুকোচুরি খেলা
দূর নীলিমায় কে ভাসাল শুভ্র মেঘের ভেলা।

আমার সখার প্রিয় শরৎ কবিমনের সাথি
আয় না সখা শিউলিতলে সুখের মালা গাঁথি।

সাদা বকের হাতছানিতে মনটা কেমন করে
ইচ্ছে–ফড়িং দিচ্ছে উড়াল সবুজ গাঁয়ের তরে।

কাশের বন পাগলপারা দুলছে দোদুল তালে
আলতো পরশ যায় বুলিয়ে সখার কোমল গালে।

শাপলা-শালুক শরৎ মেখে খিলখিলিয়ে হাসে
উদাস মনের গোপন কথা টুকরো মেঘে ভাসে।

ইচ্ছে করে সোনালি রোদ মুঠোয় পুরে রাখি
কাছে এলে প্রাণের সখা করব মাখামাখি।

বুকের তীরে জলতরঙ্গ ছলাৎ ছলাৎ বাজে
মনের শরৎ আকাশটা শুভ্র আলোয় সাজে।

ফুলেরা আজ ছাড়ল সুবাস অলি দিশেহারা
গুঞ্জরিয়ে ভ্রমর এসে মনটাকে দেয় নাড়া।

শারদ প্রাতে সাজি হাতে ফুলকুড়ানো দিনে
প্রজাপতি মনটা কাঁদে সখা তুমি বিনে।