ষোলোই ডিসেম্বর

প্রতীকী ছবি
সংগৃহীত

ষোলোই ডিসেম্বরের কথা
শুনতে লাগে ভালো,
সেদিন হলো দেশটা স্বাধীন
কাটল আঁধার কালো।

কঠিন সময় পাড়ি দিয়ে
আসল স্বাধীনতা
বলে বলে শেষ হবে না
মুক্তিযুদ্ধের কথা।

রক্ত দিয়ে সাগর হলো
চোখের জলে নদী,
বুকের ভেতর ভীষণ তুফান
বইছে নিরবধি।

এই বিজয়টা আনতে যারা
দিয়েছিল প্রাণ,
তাদের কথা বলেই যাব
গাইব শোকের গান।