শ্রাবণের দুপুর

প্রতীকী ছবি।
সংগৃহীত

মেঘকুমারী মেঘের ঢাকনা দেয় যে করে উপুড়
ছন্দে তালে বৃষ্টি পড়ে যেন টাপুর টুপুর।
হাঁস ভিজে যায়
ঘাস ভিজে যায়
ভিজে বুনো লতা
বৃষ্টির জলে ভিজে হাসে গাছ-গাছালির পাতা।
বৃষ্টি পানি পেয়ে ডাহুক করে লাফালাফি
দস্যি ছেলে তালপুকুরে করে ঝাঁপাঝাঁপি।

পাঁতিহাসে দিঘির জলে প্যাঁক, প্যাঁক, প্যাঁক ডাকে
কাকেরাও বৃষ্টি ভিজে তারে বসে থাকে।
কদম ডালে কদম ফোটে
খোকা–খুকি দেখতে ছোটে
পেড়ে কদম ফুল, করে হুলুস্থুল।
বৃষ্টিভেজা শ্রাবণেরই এমন একটি দুপুর
ভালো লাগে তোমার আমার এবং খোকা-খুকুর।