শ্রাবণ জলের প্লাবনে

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

শ্রাবণ দিনের ঘোর বরষায়

অঝোর ধারায় জলের পতন

বৃষ্টি পড়ে

অশ্রু ঝরে

না জানি কোন রিক্ত বধূর

বিরহী মন করছে রোদন।

এমন দিনে উদাসী মন

কোন সুদূরে যায় হারিয়ে

বৃষ্টি পড়ে

বুকের ঘরে

বিস্মৃত সব স্মৃতিগুলো

মনকে কেবল দেয় নাড়িয়ে।

কষ্টে কাতর প্রাণটা ভীষণ

ব্যাকুল হলো শ্রাবণ ঝড়ে

বৃষ্টি পড়ে

সৃষ্টি নড়ে

দূর অতীতের কত্তো স্মৃতি

দিচ্ছে উঁকি মনের ঘরে।

শ্রাবণ জলের প্লাবনে আজ

বিষাদমাখা গল্প ভাসে

বৃষ্টি পড়ে

কষ্ট ঝরে

তপ্ত হৃদয় পুড়ছে তবু

গুনছে প্রহর কিসের আশে।

কোম্পানীগঞ্জ, নোয়াখালী