শেষ বিকেলে পাতায় পাতায়
হলদে রোদের মাখামাখি,
হলদে-পাকা ধানের খেতে
ধানটুনিদের ডাকাডাকি।
সবুজ সবুজ দূর্বাঘাসে
ঘাসফড়িংয়ের ওড়াউড়ি
দিগন্তে ওই গাঙশালিকের
বেপরোয়া ঘোরাঘুরি।
আকাশছোঁয়া গগন শিরীষ
সবুজ আঁচল খোলায়
নারকেলের ওই নরম শাখে
ঠান্ডা হাওয়া দোলায়।
ধূপের মতো সন্ধ্যা নামে
বুনো তুলসীর ভাঁজে
আঁধারমাখা সন্ধ্যা ছাতিম
জুনির আলোয় সাজে!