শীত সকাল

প্রতীকী ফাইল ছবি

শীত সকালে ঘাসের বুকে
শিশির খেলা করে
এমন দেখে মনটা আমার
সুখেতে যায় ভরে।

শীত সকালে চায়ের আড্ডা
সবাই ভালোবাসি
গাছি ভাইয়ের মুখে আমি
দেখি দারুণ হাসি।

রোদ পোহাতে গিয়ে দাদু
মজার গল্প বলে
ঘরে ঘরে খুশির জোয়ার
পিঠা উৎসব চলে।

শীত সকালের রূপটা আমার
অনেক ভালো লাগে
ওই কুয়াশা দেখে আমার
মনের কষ্ট ভাগে।

হিম বাতাসে শরীর কাঁপে
কাঁপে সবাই দেখি
লেপ জড়িয়ে তাই তো আমি
এই কবিতা লেখি।