শিখা

অলংকরণ: মাসুক হেলাল

শূন্য হয়ে আছে সব। বাতাসে বালির ঝাপটা। গোলাপি ডলফিন ওই দূরে, হয়তো আমাদের দেখেই লাফিয়ে অভিবাদন জানাচ্ছে!
তোমার মনে আছে শিখা? তুমি বলতে, সমুদ্রপাড়ে এত মানুষ ভালো লাগে না। অথচ দেখো আজ সব এলোমেলো।
হ্যাঁ। আমিই তোমায় এলোমেলো করে দিয়েছিলাম। কীভাবে যেন এই পরিস্থিতিতে একা থাকতে গিয়ে আবার তোমায় ম্যাসেঞ্জারে নক দিয়ে ফেলি। আর দেখো, আজ তোমার পাশে হাঁটছি জনশূন্য এই সমুদ্র শহরে।

অদূরে টহল পুলিশ।
- ‘আরে নীল যে!’
- ‘কেমন আছেন?’
- ‘জানো না, সমুদ্র পাড়ের নিষেধাজ্ঞা?’
- ‘জানি তো। এই আমার শিখা। ওই তো সব।’
- ‘তো?’
- ‘শিখা সব নিষেধাজ্ঞার উপরে।’
ভালোবাসতে এসেছি।
‘আজ নিষেধাজ্ঞা সব ছাড়িয়ে
ভালোবাসার হাত দিলাম বাড়িয়ে।’