শিক্ষা

অলংকরণ: তুলি

যুগল চোখে যে দিকে হেরি
শিক্ষা আছে যত্র,
ভানু ঢেলেছে আলোর ধারা
বায়ুতে কাঁপে পাত্র।
মজুরির দাম বুঝতে পারো
টাকা করে তুল্য
হাসপাতালে শিখতে পারো
জীবনেরই মূল্য।

সারিবদ্ধ পিঁপড়ে চলা
শেখায় অনুশাসন,
বইয়ের মাঝে শুনতে পাই
গুরুজনদের ভাষণ।
অন্তরিক্ষ শেখায় উদার হতে
শিক্ষা ধারা বহান,
ভূধর বলে তাহার মতো
হতে মৌনী মহান।

বাতাস থেকে শিক্ষা পাই
স্বয়ং বেগে চলতে
পাখপাখালি শিক্ষা দেয়
স্বাধীনভাবে বলতে।
মাটি দিচ্ছে মহা শিক্ষা
ধৈর্য ধরে থাকতে
প্রকৃতির শিক্ষাগুলো
মাথায় করে রাখতে
এই ভুবনে শ্রবণেতে
সব অচেনা শব্দ
পারছিনা তো সেসব কথা
করতে কভু রপ্ত।
ইচ্ছে যদি নেশায় ধরে
দিব্য চোখে মগ্ন
জ্ঞান সাধনার কপট টানে
হয়না কভু ভগ্ন।
জ্ঞানের গুরু মা–বাবা গুরু
ভাবাস্তরে সর্ব।